অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি থামিয়ে মালামাল লুট

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:১২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

হবিগঞ্জের মাধবপুরে একজন অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ির গতিরোধ করে মালামাল লুটে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বেঙ্গাডোবায় এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বাহুবল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ঢাকায় সার্কেল এএসপিদের সভায় যোগদান শেষে রাতে স্ত্রীকে নিয়ে মাইক্রোবাসে কর্মস্থলে ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত গাড়িতে লোহার রড দিয়ে ঢিল দেয়। বিকট শব্দ শুনে চালক গাড়ি দাঁড় করাতেই দুর্বৃত্তরা তাদের গাড়ি থেকে নগদ অর্থ, মোবাইল, স্বর্ণালঙ্কার ও লাগেজ ছিনিয়ে নেয়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বেঙ্গাডোবা হাওর থেকে একটি লুন্ঠিত লাগেজ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, জড়িতদের গ্রেপ্তার করতে সাঁড়াশি অভিযান চলছে।

(ঢাকাটাইমস/৯সেপ্টেম্বর/এলএ)