নিজের বাড়ি ভেবে অন্যের বাড়িতে ঘুম, জরিমানা ৪১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৩

গভীর রাতে মদ খেয়ে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েছিলেন। সবই ঠিকঠাক ছিলো কিন্তু হঠাৎ পুলিশের ধাক্কায় ঘুম ভেঙে খেয়াল করেন এটি তার নিজের বাড়ি নয় মাতাল অবস্থায় অন্য একজনের বাড়ির বিছানায় ঘুমিয়ে পড়েছেন। এই ঘটনায় পুলিশ তাকে ৪৯৬ ডলার (৪১ হাজার টাকা) জরিমানা করে। খবর দ্য কানাডিয়ান প্রেসের।

রবিবার ঘটনাটি ঘটেছে কানাডার কুইবেকের পশ্চিমাঞ্চলে। পুলিশ জানিয়েছে, রাত দুইটার সময় একজন বৃদ্ধা তার বাড়িতে ঢুকে দেখেন তার বিছানায় একজন ব্যক্তি ঘুমিয়ে রয়েছে। এরপরই ওই নারী তাকে ঘুম থেকে না জাগিয়ে দ্রুত তিনি পুলিশ স্টেশনে যান।

পুলিশ এসে যখন তাকে ঘুম থেকে জাগান তখন তিনি মনে করেছিলেন যে তার নিজের বাড়িতে ঘুমিয়েছেন। কিন্তু একটু পরই তার ভুল ভাঙে। ওই বাড়ি থেকে ১৮ কিলোমিটার উত্তরে তার বাড়ি।

এই ঘটনায় বৃদ্ধা ওই ব্যাক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ জানাননি। কারণ বাড়ির দরজায় তালা না দিয়েই বাইরে বের হয়েছিলেন যার কারণে ওই ব্যক্তি ঘরে প্রবেশ করতে পেরেছেন। এছাড়া কোনো রকমের বিশৃঙ্খলাও করেননি তিনি। এছাড়া পুলিশ তার বিরুদ্ধে অসাদাচরণের অভিযোগও আনতে পারেননি। কারণ, তিনি জুতা দরজার বাইরে খুলেই ঘরে প্রবেশ করেছেন।

ঢাকা টাইমস/১০সেপ্টেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :