পরিচালক অনিকেতকে খুনের হুমকি

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:০৯

বিনোদন ডেস্ক
ছবিতে পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়

ভারতীয় চন্দ্রাভিযান ইসরো প্রধানের মন্দির যাত্রার সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়ায় খুনের হুমকি দেয়া হয়েছে কলকাতার বাঙালি পরিচালক অনিকেত চট্টোপাধ্যায়কে। উগ্র গেরুয়া জাতীয়বাদী মৌলবাদ গোষ্টি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাকে এই হুমকি দিয়েছেন বলে দাবি পরিচালকের।

কিন্তু এই হুমকিতে ভীত নন বলে জানিয়েছেন অনিকেত চট্টোপাধ্যায়। বরাবরই তিনি প্রতিবাদী। অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে তার কন্ঠ। পরিচালকের কথায়, ‘ওরা ভয় পেয়েছে। ভয় দেখানোটাই এখন একদলের কাজ হয়ে দাঁড়িয়েছে। আমি ঠিক করেছি এরকম পোস্ট দিনে দুটো করে করব।’

অনিকেত আরও জানান, ‘বাকস্বাধীনতা আমাদের দেশের গণতান্ত্রিক অধিকার। গণতন্ত্রের কন্ঠ কখনও রোধ করা যায় না। আমি আমার মতটুকু প্রকাশ করেছি মাত্র। সবার সঙ্গে যে সেই মতের মিল হবে এমন নয়। তাহলে পৃথিবীতে জৈব বৈচিত্র্য থাকত না। আমি বাস্তববাদী। বাস্তবের সঙ্গে বোঝাপড়া করতেই ভালোবাসি। তবে পুলিশে একটা অভিযোগ দায়ের করেছি। মনে রাখতে হবে, আমরা ভারতবর্ষের নাগরিক।’

সম্প্রতি ইসরো প্রধানের মন্দির যাত্রার সমালোচনা করে ফেসবুকে অনিকেত লিখেন, ‘সংবিধান স্বীকৃত ধর্মনিরপেক্ষ দেশের কোনও নাগরিকের অধিকার থাকতে পারে না দেশের কোনও প্রকল্পকে ধর্মের সঙ্গে জুড়ে দেখানোর। এই পোস্টের সঙ্গে চন্দ্রযান অভিযানের সফলতা বা ব্যর্থতার কোনও সম্পর্ক নেই। কোনও বৈজ্ঞানিক যদি তার বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার সফলতা কামনা করে মন্দিরে, মসজিদে বা চার্চে যান তাহলে তাকে বৈজ্ঞানিক বলে মনে করি না।’

এরপরই অনিকেতের কাছে হুমকি ফোন, মেসেজ আসা শুরু করে। একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে এভাবে খুনের হুমকি দেয়ায় নিন্দা জানিয়েছেন অভিনেতা কাম নাট্যকার কৌশিক সেন ও দেবেশ চট্টোপাধ্যায় সহ অনেকে। তারা এই ঘটনার তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানিয়েছেন।

ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/এএইচ