আত্রাইয়ে আগুনে ভষ্মীভূত দুই দোকান

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৯, ১১:২৪

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দুইটি দোকান ও এর সব মালামাল। সোমবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার সাবরেজিস্ট্রি অফিস সংলগ্ন নতুন বাজার মার্কেটে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ করে বাজারের নৈশ প্রহরীরা কাঞ্চন কুমার পালের কাপড়ের দোকানে আগুনের শিখা দেখতে পায়। সঙ্গে সঙ্গে আত্রাই উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে খবর পৌছালে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস। কিন্তু তার আগে আগুনে পুড়ে য়ায় কাঞ্চন কুমার পালের পাল বস্ত্রালয়ের কাপড় ও আসবাবপত্র। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া পার্শ্ববর্তী আব্দুর রশিদের আত্রাই বুকডিপোর প্রায় ২ লাখ টাকার বইসহ অন্যান্য মালামালেরও ক্ষতি হয়।

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আফাজ উদ্দিন বলেন, ‘প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/এএইচ