কুষ্টিয়ায় ডেঙ্গুতে গৃহবধুর মৃত্যু

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০০

কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মিনা খাতুন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মিনা খাতুন উপজেলার কাজিহাটা গ্রামের আবু রায়হানের স্ত্রী।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ সেপ্টেম্বর দুপুরে মিনা খাতুন হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলা হয়। কিন্তু তিনি সেখানে যাননি। পরে আজ সকালে তার মৃত্যৃ হয়।

এদিকে গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশুসহ আরও ২০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন সেলিম হোসেন ফরাজি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই ২০ জন রোগী ভর্তি হয়। বর্তমানে কুষ্টিয়ার বিভিন্ন হাসপাতালে শিশুসহ মোট ৬৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :