মহাসড়ক ফ্লাইওভার মেট্রোরেলের ধারণা নেই বিএনপির: কাদের

গাজীপুর প্রতিনিধি
| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪২ | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৩

দেশের মহাসড়কগুলোতে টোল আদায়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি কোনও মহাসড়ক, ফ্লাইওভার, মেট্রোরেল এগুলো কিছুই তৈরি করেনি। এগুলি সম্পর্কে তাদের কোনও ধারণাও নেই।’

গাজীপুরের টঙ্গীতে এসে মঙ্গলবার সকালে বিআরটি প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করে সাংবাদিকদের সাথে আলাপকালে কাদের একথা বলেন।

সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জাতীয় মহাসড়কগুলোকে টোলের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘টোল থেকে যে অর্থ পাওয়া যাবে, তা দিয়েই সারা বছর সড়কগুলোর রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যয় নির্বাহ করা হবে।’

তবে মহাসড়কে টোল বসানোর সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুর্নীতিগ্রস্ত’ আওয়ামী লীগ সরকার এখন ব্যয় নির্বাহে অর্থের উৎসের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে, যা জনগণের উপর বাড়তি চাপ তৈরি করবে।

বিএনপির এই সমালোচনার জবাবে সড়কমন্ত্রী কাদের বলেন, ‘রাস্তা তো রক্ষণাবেক্ষণ করতে হবে। এই টাকাটা কোত্থেকে আসবে। সরকার বারবার নতুন রাস্তা করবে, সেই রাস্তা যারা ব্যবহার করবে; তাদের দায় দায়িত্ব নেই। এটা পৃথিবীর কোন দেশে নেই। তারা (বিএনপি) চোখ থাকতে অন্ধ হয়ে আছে।’

‘রংপুরের উপ নির্বাচনে বিএনপিকে স্বাগত’

এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুরের উপ-নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদেরকে স্বাগত জানাই। এটা রাজনীতির জন্য ভালো দিক। যদিও তারা অতীতে অনেকগুলি নির্বাচনে অংশ নেয়নি।’

‘রংপুরের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছি। নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু হয় এজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

রুটপারমিট বাতিল হওয়া বাস ভিন্ন নামে ভিন্ন কোম্পানির হয়ে চলাচল করছে- সাংবাদিকের এমন এক প্রশ্নের জবাবে সড়কমন্ত্রী বলেন, ‘এমন অভিযোগ আমাদের কাছে আছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বিআরটিএ কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছি এব্যাপারে খতিয়ে দেখে আমার কাছে রিপোর্ট দেয়ার জন্য।’

টঙ্গীতে বিআরটি প্রকল্পটি অধিকাংশই এডিপি ফান্ডের জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই প্রকেল্প চেরাগআলী পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার এলিভেটেড ফর্মে হবে। টঙ্গী ব্রিজ হবে ১০ লেনে যা বাংলাদেশের মধ্যে প্রশস্ততম।’

এ প্রকল্পের কাজ ২০২১ সালের জুন নাগাদ কাজ শেষ হবে এবং জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়া হবে বলেও জানান কাদের।

এসময় মন্ত্রীর সঙ্গে সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুুর সওজ এর নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

এই বিভাগের সব খবর

শিরোনাম :