খালেদার জামিনের এখতিয়ার আদালতের: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৩ | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪০

একটি দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে দেড় বছরের বেশি সময় ধরে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়টি আদালতের এখতিয়ার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ব্যাপারে সরকারের করার কিছু নেই বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ব্রাহ্মণনবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকরা মন্ত্রীকে প্রশ্ন করেন। এ সময় মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা চুরি করায় জেলে আছেন। তাকে যদি জামিন দিতে হয় এটা একমাত্র আদালতের এখতিয়ার। আদালত কী করবেন তা আদালতই ঠিক করবেন।’

‘এরশাদকে নিয়ে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন’ বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের সমালোচনা করেন আইনমন্ত্রী। বলেন, ‘যখন এরশাদ খালেদা জিয়াকে এক টাকায় গুলশানের একটি বাড়ি দেন আর ক্যান্টনমেন্টের ভেতর সাড়ে বাইশ বিঘার একটি বাড়ি দিয়ে দেন তখন তিনি খুব ভালো লোক ছিল। যখন এরশাদ গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেন তখন তিনি খারাপ

লোক। তাদের কথা এখন আর কেউ বিশ্বাস করে না।’

এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দোলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা প্রমুখ।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে: বিএনপির আরও ৫ নেতা বহিষ্কার

সরকারকে পরাজয় বরণ করতেই হবে: মির্জা ফখরুল

এমপি-মন্ত্রীর স্বজন কারা, সংজ্ঞা নিয়ে ধোঁয়াশায় আ.লীগ

মন্ত্রী-এমপির স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির আরও এক নেতা বহিষ্কার 

দেশ গরমে পুড়ছে, সরকার মিথ্যা উন্নয়নের বাঁশি বাজাচ্ছে: এবি পার্টি

বিএনপি নেতাকর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ সালাম-মজনুর

নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল

মন্দিরে আগুন ও দুই শ্রমিক পিটিয়ে হত্যায় বিএনপির উদ্বেগ, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ইচ্ছায় এদেশে আইনের প্রয়োগ হয়: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :