ময়মনসিংহে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৬

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

নিহত গৃহবধূর নাম ফাতেমা আক্তার (৫০)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার নাজমুল হকের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত সাতজন নতুন রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু জ¦রে আক্রান্ত সাতজন মারা গেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৯ জন।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সামছুজ্জামান সেলিম জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা খাতুন গত ৩ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১১নং ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় শনিবার (৭ সেপ্টেম্বর) তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :