কংগ্রেস ছাড়লেন অভিনেত্রী ঊর্মিলা

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫১
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে ঊর্মিলা (ফাইল ছবি)

ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার কয়েক মাসের মধ্যেই কংগ্রেসে মোহভঙ্গ হলো অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

কেন কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা? এর কারণ দেখিয়ে মঙ্গলবার বিবৃতিও দিয়েছেন ওই অভিনেত্রী। বলেছেন, ‘গত ১৬ মে তৎকালীন মুম্বাই কংগ্রেসের সভাপতি মিলিন্দ দেওরাকে চিঠি দিয়েছিলাম। তারপরেও দলের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার পর ইস্তফা দেওয়ার ভাবনা আমার মাথায় আসে।’

মিলিন্দ দেওরাকে কী নিয়ে চিঠি দিয়েছিলেন ঊর্মিলা? ঊর্মিলার অভিযোগ মূলত, প্রবীণ কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম ও তার অনুগামী সন্দেশ কোন্দভিলকর ও ভূষণ পাটিলের বিরুদ্ধে।

লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দেন ঊর্মিলা। ভোটে মুম্বাই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। ফল ঘোষণার আগেই মুম্বাইয়ের তৎকালীন কংগ্রেস প্রেসিডেন্ট মিলিন্দ দেওরাকে ওই পত্রবোমা পাঠিয়েছিলেন ঊর্মিলা। তাতে তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে নেতাদের সমন্বয়ের অভাব নিয়ে এক রাশ অভিযোগ করেন তিনি। নেতৃত্বের ব্যর্থতার অভিযোগও করেন।

(ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :