ভৈরবে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্বামী-স্ত্রী আটক

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৩

রাজীবুল হাসান, ভৈরব প্রতিনিধি

ভৈরবে ১৮ বছর বয়সী গৃহকর্মী সাদিয়া বেগমকে লাঠিপেটা ও গরম পানি ঢেলে নির্যাতনের অভিযোগে সাদলী ও মেহেরুন্নেসা অপি নামে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। 

গৃহপরিচারিকা সাদিয়া বেগম ময়মনসিংহের তারাকান্দা উপজেলার সিংগেরকান্দা গ্রামের মৃত জামাল মিয়ার মেয়ে। বর্তমানে তিনি গুরুতর আহতাবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সাদিয়ার খালা তাকে এখানে ভর্তি করেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সাদিয়ার শরীরে অনেক আঘাত রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সাত বছর আগে সাদিয়া তার দুঃসর্ম্পকের এক খালার মাধ্যমে ভৈরব বাজার সংলগ্ন মেহেরুন্নেছা অপির বাসায় গৃহকর্মীর কাজ পান। সে জানায়, প্রথম দিকে তাকে কোনো নির্যাতন করা হতো না। কয়েক বছর যাওয়ার পর তুচ্ছ ঘটনায়ও যখন তখন তাকে মারধরসহ প্রায়ই তার হাতে গরম পানি ঢেলে দিত। অনেক সময় তার হাত পা বেঁধে মারধর করতো। তাকে বাসার বাইরে যেতে দিত না। গৃহকর্তী বাসার বাইরে গেলে তাকে তালাবন্ধ করে ঘরে রেখে যেত।

সোমবার সন্ধ্যায় কাজের সময় একটি চুড়ি ভেংগে গেলে তাকে লাঠি দিয়ে পেটানোসহ গরম পানি ঢেলে হাতে ছ্যাকা দেয়া হয় বলে তার অভিযোগ। এরপর রাতে গোপনে তিনি বাসা থেকে পালিয়ে খালার ভাড়া বাসায় আশ্রয় নেন।

ভৈরব থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে সাদিয়ার শরীরে নির্যাতনের চিহ্ন দেখতে পাই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস জানান, ‘সাদিয়ার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতগুলো গুরুত্বর বলে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।’

ঢাকাটাইমস/১১ সেপ্টেম্বর/এএইচ