ডেঙ্গুর কাছে হেরে গেলেন রহিমা

সাতক্ষীরা প্রতিনিধি
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১০:৫৭ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এক গৃহবধূ। তার নাম রহিমা বেগম।

মঙ্গলবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

রহিমা বেগম সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী।

মৃতের ছেলে হারুন মোড়ল জানান, তা মা দীর্ঘদিন ধরে ডায়বেটিসে ভুগছিলেন। এর মধ্যে হঠাৎ প্রচণ্ড জ্বর হয়। জ্বর না কমায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে গত ৪ সেপ্টেম্বর তার মায়ে ডেঙ্গু ধরা পড়ে। গতকাল রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রহিমার মৃত্যু হয়।

ঢাকাটাইমস/১১ সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :