গেইলের ঝড়ো সেঞ্চুরি, ২৪১ করেও জ্যামাইকার হার

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:২৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) দুর্দান্ত সেঞ্চুরি করলেন ‘ব্যাটিং দৈত্য’ ক্রিস গেইল। জ্যামাইকা তালাওয়াশের হয়ে ৬২ বলে ৭টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ১১৬ রান করেন তিনি। বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে গেইল নেন মোট ৮৮ রান।

তবে, গেইলের এমন ব্যাটিং তাণ্ডবের পরও তার দল জয় পায়নি। সেইন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে তার দল হেরেছে ৪ উইকেটে।

ওয়েস্ট ইন্ডিজের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার সেইন্ট কিটসে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৪১ রান করে জ্যামাইকা তালাওয়াশ। গেইলের পাশাপাশি ব্যাট হাতে তাণ্ডব চালান চাঁদউইক ওয়ালটন। ৩৬ বলে ৭৩ রান করেন তিনি।

পরে সেইন্ট কিটস ব্যাট করতে নেমে ১৮.৫ ওভারে চার উইকেটে জয় তুলে নেয়। দলের ওপেনার ডেভন থমাস ৪০ বলে ৭১ রান করেন। ১৮ বলে ৫৩ রান করেন আরেক ওপেনার এভিন লুইস।

এছাড়া ২০ বলে ৪১ রান করেন লরি ইভান্স। ১৫ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন ফ্যাবিয়ান অ্যালেন। ১৫ বলে ২৭ রান করেন শামার ব্রুকস। জ্যামাইকার হয়ে ওশানে থমাস ৪টি ও আন্দ্রে রাসেল ২টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন এভিন লুইস।

(ঢাকাটাইমস/১১ সেপ্টেম্বর/এসইউএল)