ফ্র্যাঞ্চাইজি ছাড়াই হবে এবারের বিপিএল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:০৫ | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫৯

বিপিএলের আগামী আসরে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের খরচেই এই বিপিএল পরিচালনা করবে। খেলোয়াড়দের পারিশ্রমিক, থাকা, খাওয়া সব দায়িত্বই নিবে বিসিবি। আর এবারের বিপিএল হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, ‘সম্প্রতি আমরা সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। কয়েকটি ফ্র্যাঞ্চাইজির চুক্তি শেষ। নতুন করে চুক্তি করতে হবে। আবার কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বলেছে, একই বছরে তাদের পক্ষে দুইটি বিপিএল করা খুবই কষ্টকর। তাছাড়া ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এমন কিছু দাবি এসেছে যা আমাদের নিয়মের সাথে সাংঘর্ষিক। এ কারণে সবমিলিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, এবারের বিপিএল আমরাই চালাব। আর এবারের বিপিএল আমরা বঙ্গবন্ধুর নামে করব।’

তিনি আরো বলেন, ‘বিষয়টি এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে। কয়েকদিনের মধ্যে বিষয়টি আমরা চূড়ান্ত করে ফেলব। অন্যান্য কিছু আগের মতোই থাকবে। আগে যেসব ভেন্যুতে খেলা হয়েছে, এবারও সেসব ভেন্যুতেই হওয়ার সম্ভাবনা। তবে, সবকিছু ধীরে ধীরে ঠিক হবে। শুধু এবারের জন্যই আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।’

২০১২ সালে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এখন পর্যন্ত ছয়টি আসর অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনের কারণে ২০১৮ সালের আসরটি চলতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়। বিপিএলের পরবর্তী আসর অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ডিসেম্বরে।

(ঢাকাটাইমস/১১ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :