পুলিশে গ্রেড-১ পেলেন মীর শহীদুল

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম গ্রেড-১ এ পদোন্নতি পেয়েছেন। এটি পুলিশের সর্বোচ্চ মর্যাদা।  

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব  ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত বছরের ২৫ জানুয়ারি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ-এসবি প্রধানের দায়িত্ব পান মীর শহীদুল ইসলাম।

মীর শহীদুল ইসলাম ৮ম বিসিএসে (১৯৮৬ ব্যাচ) পুলিশ ক্যাডারে পুলিশ সার্ভিসে যোগদান করেন। চুয়াডাঙ্গা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসের পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে কুমিল্লা, সুনামগঞ্জ ও হবিগঞ্জ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাগেরহাট, রাঙ্গামাটি, যশোর, নাটোর জেলা পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), পুলিশ সদর দপ্তরসহ পুলিশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপুর্ণ দায়িত্ব পালন করেছেন। সিআইডিতে থাকাকালে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলা এবং বিডিআর বিদ্রোহ মামলার তদারককারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসএস/জেবি)