সুনামগঞ্জে শিশু ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২৭

সুনামগঞ্জের শিশু ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ববীরগাওঁ ইউনিয়নের বীরগাঁও গ্রামের মৃত আছমত উল্ল্যাহর ছেলে আয়াকনুর ও মো. হানিফ মিয়ার ছেলে মো. শফিক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. নান্টু রায় ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন মো. আব্দুল হক ও জুবায়ের আহমদ।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২০ জানুয়ারি বিকালে ওই শিশু ও তার এক বান্ধবী হাওরের নাগরার কান্দা ছন ক্ষেতে গোবর কুড়াতে যায়। এ সময় আয়াকনুর ও শফিক মিলে তাদের ডেকে নাগরার কান্দা শুকনো খালের মধ্যে নিয়ে গিয়ে যায়। এ সময় ৮বছর বয়সী শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দিয়ে অপর শিশুটিকে দুজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।

পরে আয়াকনুর ও শফিক মিয়াকে আসামি করে মামলাটি দায়ের করেন ধর্ষণের শিকার শিশুটির পিতা।

দীর্ঘদিন তদন্ত শেষে পুলিশের তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেন। বুধবার আদালতের বিচারক সকল সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করেই এ রায় প্রদান করেন।

ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :