২১ ডিসেম্বর জাপার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩১
ফাইল ছবি

আগামী ২১ ডিসেম্বর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। এর আগে নভেম্বরের শেষে এ কাউন্সিল অনুষ্ঠানের কথা বলা হলেও ২১ ডিসেম্বরে কাউন্সিল করার সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

বুধবার রাজধানীর ইঞ্জিনয়ারিং ইনস্টিটিউটে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, ‘অক্টোবরের মধ্যে ছাত্র সমাজের কাউন্সিল করতে হবে। আর নির্বাচনের মাধ্যমে সংগঠনটির কমিটি গঠন করা হবে। আর এতে শুধুমাত্র ছাত্ররাই অংশ নিতে পারবে বাহিরের কেউ নয়।’

‘ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবে জাতীয় পার্টি। তরুনদের সিদ্ধান্ত ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে। আমরা ছাত্র সমাজকে পৃষ্ঠপোষকতা করবো, তবে লেজুড়বৃত্তি করার জন্য নয়, লাঠিয়াল বাহিনী তৈরি করবো না। ছাত্র সমাজকে এলাকার পাশাপাশি ক্যাম্পাসভিত্তিক রাজনীতি করতে হবে।’

এরশাদ পরবর্তী জাতীয় পার্টি নিয়ে কাদের বলেন, ‘সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। এরশাদের শূণ্যতা পূরণে সময় লাগবে। তবে জাপা টুকরো টুকরো হবে না প্রমানিত, জাপা দূর্বল হবে না।’

‘রাজনীতিতে শূন্যতা বিরাজ করছে। তবে সংগঠিত থাকলে, মানুষের আশা পূরন করতে পারলে জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা রাখবে। এতদিন নিয়ামক শক্তি ছিলাম, ভবিষ্যতে রাজনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করবে দল।’

গত ১৪ জুলাই মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ। তিনি মারা যাওয়ার আগে তার অবর্তমানে ছোট ভাই জিএম কাদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে সাংগঠনিক নির্দেশ দিয়ে যান। এ নিয়ে এরশাদপত্নী রওশনের সঙ্গে এক ধরণের বিরোধ দেখা দিলেও অবশেষে জিএম কাদেরকে চেয়ারম্যান ও রওশন এরশাদকে বিরোধী দলীয় নেতা করা হয়।

ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/বিইউ/ডিএম

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :