ফরিদপুরে দুর্নীতি প্রতিরোধবিষয়ক কর্মশালা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৫

ফরিদপুরে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতাবিষয়ক অবহিতকরণ কর্মশালা হয়েছে। বুধবার ফরিদপুর সার্কিট হাউজে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

জেলা প্রশাসনের আয়োজনে কার্যকর ও জবাবদিহিতামূলক স্থানীয় সরকার প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালায় উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও সচিব অংশ নেন।

এসময় বক্তারা বলেন, ‘হয়রানিমুক্ত মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। মানসম্মত সেবা জনগণকে পৌঁছে দিলে জনগণ উপকৃত হবে। সেবা না দিয়ে দুর্নীতি করলে, আগামী প্রজন্ম অন্ধকারে চলে যাবে। আর ভবিষ্যত প্রজন্মকে দুর্নীতি থেকে দূরে রাখতে আমরা চাই মানুষকে হয়রানিমুক্ত সেবা প্রদান করা। নিজে যদি দুর্নীতি মুক্ত থাকা যায়, তাহলেই দুর্নীতি মুক্ত সমাজ গঠনে কাজ করা সম্ভব।’

ফরিদপুরে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মনিরুজ্জামানের সভাপতিত্বে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ের ওপর বক্তব্য রাখেন- ফরিদপুর দুদকের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :