‘স্বাস্থ্যখাতে কর্মীর দক্ষতা ও মন্ত্রণালয়ের সক্ষমতা জরুরি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৪৯

দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে এই খাতে কর্মীর দক্ষতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সক্ষমতা জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকারের অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে এর বিকল্প নেই।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ-সকল বয়সী সকল মানুষের জন্য সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এই অভিমত দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘কাউকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে না। এর জন্য সরকার সবাইকে নিয়ে সামনে এগোচ্ছে। আর এই অর্জনে যেতে হলে সুস্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, শিক্ষার হার বৃদ্ধি ও নারীর ক্ষমতায়ন জরুরি।’

এসডিজি অর্জনে অর্থায়ন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মোমেন বলেন, ‘এই লক্ষ্যে পৌঁছাতে অর্থায়ন একটি বড় চ্যালেঞ্জ। সরকারি, বেসরকারি ও ব্যবসায়িক মহলের অংশীদারিত্ব বৃদ্ধি এবং রাজনৈতিক প্রতিশ্রুতি পারে এর সমাধান দিতে।’

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে হবে, এর জন্য অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্বাস্থ্য খাতের সব কর্মীর দক্ষতা ও মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধি জরুরি।’

এ সময় তিনি সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন, ‘এসডিজি অর্জনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাকশন প্ল্যান প্রণয়নের কাজ চলছে। এটা অনুযায়ী প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।’

অনুষ্ঠান পরিচালক পিকেএসএফ’র চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান বলেন, ‘টেকসই উন্নয়ন অর্জনের জন্য বেসরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি শিল্পায়নকে ত্বরান্বিত করতে হবে। তাছাড়া দক্ষ জনবল সৃষ্টি, দুর্নীতি প্রতিরোধ, যথাযথ ও বাস্তবসম্মত অ্যাকশন প্ল্যান গ্রহণ করা এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।’

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :