প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়-মেঘনা ব্যাংকের চুক্তি

প্রকাশ | ১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫২

ঢাকাটাইমস ডেস্ক

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় এবং মেঘনা ব্যাংক লিমিটেড-এর মধ্যে এমপ্লয়ি ব্যাংকিং বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার একেএম আশরাফুল হক এবং মেঘনা ব্যাংকের হেড অবল্যায়াবিলিটি এন্ড ওয়েলথ ম্যানেজমেন্ট, কাজী ফারহানা জাবীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন এবং চুক্তিপত্র বিনিময় করেন।

অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী আদিল ইসলাম এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিক হোসাইন,মেঘনা ব্যাংকের হেড অব রিটেইল আরিফুল ইসলাম চৌধুরী, হেড অব অপারেশন্স তৌহিদুজ্জামান ফুয়াদ এবং বিশ্ববিদ্যালয় ও ব্যাংক-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তারা মেঘনা ব্যাংকে অগ্রাধিকারভিত্তিতে ব্যাংকিং সুবিধা ভোগ করতে পারবেন।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএ)