আত্মহত্যা প্রতিরোধে ইইউবিতে চলচ্চিত্র প্রদর্শনী ও কাউন্সেলিং

‘আত্মহত্যার আগে মানুষ ১০১বার চিন্তা করে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৯

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ইইউবি-তে অনুষ্ঠিত হলো আত্মহত্যা প্রতিরোধে চলচ্চিত্র প্রদর্শনী ও কাউন্সেলিং। ১১ সেপ্টেম্বর, ২০১৯, বুধবার গাবতলী, মিরপুরে অবস্থিত ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে ‘সি ইউ’ এবং ‘সুইসাইড নোট’ শিরোনামে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আহ্বায়ক ড. ফারজানা আলম তার স্বাগত বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে প্রতিদিন গড়ে ৩০জন আত্মহত্যা করেন। এর প্রধান কারণ পারিবারিক সমস্যা, দ্বিতীয় কারণ পরীক্ষায় অকৃতকার্য হওয়া। অতিরিক্ত চাহিদা মানুষকে দ্রুত হতাশ করে ফেলে, এরপর সমস্যা সমাধানের দিকে না গিয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নেয়। জীবন একটাই, এর চেয়ে দামি আর কিছু হতে পারে না। আমরা অনেক বেশি জাজমেন্টাল। যা আরেক জনের স্বাভাবিক জীবন যাপনকে বাধাগ্রস্ত করে। ওভার এক্সপেকটেশনগুলো ঝেরে ফেলে আমরা নিজের জীবন সহজ করে তুলতে পারি আর অন্যকে নিয়ে অনেক বেশি জাজমেন্টাল হওয়া বাদ দিলে আরেক জনের জীবনও সহজ করে তুলতে সহায়তা করতে পারি।’

ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হাজেরা খাতুন, ‘বলেন, হঠাৎ করে কেউ সুইসাইড করে না। ১০১বার চিন্তা করে, ১০বার উদ্যোগ নেয়-একবার মৃত্যু হয়। ডিপ্রেশন থেকে মানুষ সুইসাইড করার সিদ্ধান্ত নেয়। অনেক শিক্ষার্থীর মধ্যে এক্সাম ফোবিয়া থাকে। আবার অনেকের নিজের সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই বলে- আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে থাকে। তিনি আরও বলেন, ভার্সিটি পর্যায়ের শিক্ষার্থীরা অন্যের দ্বারা দ্রুত প্রভাবিত হয়। এই সময় তারা অনেকবেশি আবেগ তাড়িত থাকে। সমস্যা থেকে পরিত্রাণ পেতে নিজের সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা দরকার।

‘নিজের প্রতি সম্মান থাকতে হবে। শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসে, তারা নিজেদেরকে অন্যের সাথে তুলনা করতে থাকে, অনেক সময় হতাশ হয়। যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের ছোট ছোট গ্রুপ থাকে তাহলে নিজেদের সমস্যা নিজেরায় সমাধান করার উপায় খুঁজে পেতে পারে। গ্রুপগুলো হবে সেলফ হেল্প টাইপের।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ. এম গোলাম হোসেন বলেন, ‘বর্তমান বস্তুবাদী বিশ্বে আত্মহত্যা একটি জটিল সমস্যা। মানুষ যখন মনে করে তার বাঁচার কোন অর্থ অবশিষ্ট নেই তখন সে আত্মহত্যার পথ বেছে নেয়। জীবন এই অবস্থায় উপনীত হলে সত্যকে সহজে মেনে নেয়ার পরামর্শ দেন।’

ই.ইউ.বি’র ইংরেজি বিভাগের চেয়ারম্যান মুহম্মদ নুরুল হুদা বলেন, ‘মানুষ মরে গেলে বস্তুতে পরিণত হয়। আমি বা আমরা কখনো ইচ্ছাকৃত ভগ্ন জীবন চাইবো না। চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী চৈতালী সমদ্দার বলেন, সেলফ রেসপেক্টটা ঠিকঠাক থাকলে আত্মহত্যার পথে কেউ এগিয়ে যাবে না।’

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. মকবুল আহমেদ খান বলেন, ‘তরুণদের বলবো, জীবনকে সেলফিসের মতো ভালোবেসো না। মনে রেখ, তোমার ঋণ জমে আছে পরিবারের সদস্যদের প্রতি, বন্ধু-শিক্ষক এমনকি প্রকৃতির প্রতি। এই ঋণ শোধ করার দায় আছে তোমার। জীবনকে ভালোবাসো। মহাজীবনরে অনুভূতি সঞ্চারিত হোক তোমাদের জীবনে।’

সিনেমাদার এর কর্ণধার নির্মাতা ও প্রযোজক খান জেহাদ বলেন, সমাজ সিনেমার প্রতি দায়বদ্ধ হলেই সমাজের প্রতি সিনেমার দায়বদ্ধতা বাড়বে এই বিশ্বাস নিয়ে আমাদের সামনের পথচলায় আজকের এই প্রথম পদক্ষেপ নিঃসন্দেহে বড় ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা আর উপস্থিত চমৎকার ছাত্র-ছাত্রীবৃন্দ, সকল কর্মকর্তা ও সম্মানিত শিক্ষক মণ্ডলীর প্রতি অকুণ্ঠ ভালোবাসা।’

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার রাইজিংবিডির ফিচার এডিটর তাপস রায় বলেন, জীবনের জন্য খুবই অনুপ্রেরণামূলক একটি গান -মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' সুতরাং যুদ্ধটা বাঁচার জন্য। অথচ বছরে ১১হাজার মানুষ আত্মহত্যা করে। আমি বলতে চাই- আত্মহত্যার সংবাদ আত্মহত্যায় প্ররোচিত করতে পারে। যারা মিডিয়ায় কাজ করছেন তারা আত্মহত্যার সংবাদ কীভাবে পাঠকের কাছে পৌঁছে দেবেন, বিষয়টি নিয়ে যেন ভাবেন। অনুষ্ঠান শেষে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হাজেরা খাতুন ছাত্রদের কাউন্সেলিং করান। তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র লেকচারার মুশফিকা বিনতে কামাল। সমন্বয়কারী রাশিদা স্বরলিপি। সহযোগিতায় সিনেমাদার। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এসআর/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল শুরু

জবিতে অনির্দিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, চলবে সেমিস্টার পরীক্ষা

কুবির তিন দপ্তরে শিক্ষক সমিতির তালা

গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন

ববির মেডিকেলে  চিকিৎসকের দায়িত্বে অবহেলা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ইউনিভার্সিটি অফ স্কলার্সের বিবিএ ১৫তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে তিন ইউনিটে পরীক্ষার্থী ১২৩৪১ জন

জাবি অধ্যাপক তারেক চৌধুরীর গবেষণা জালিয়াতিতে তদন্ত কমিটি

বিএসএমএমইউর ১২৪ শিক্ষক-চিকিৎসক ‘গবেষণা অনুদান’ পেলেন সাড়ে ৪ কোটি টাকা

এই বিভাগের সব খবর

শিরোনাম :