বার্সেলোনায় মহিলা সমিতির বনভোজন

ওয়াসি উদ্দিন,বার্সেলোনা প্রতিনিধি
 | প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৩

স্পেনের বার্সেলোনায় মহিলা সমিতি বাংলাদেশ কাতালুনিয়ার উদ্যোগে অরণ্য আর পাহাড়ঘেরা নিদারুণ প্রাকৃতিক সৌন্দর্য স্থান এল পল খেরোনায় এক উৎসবমুখর বনভোজনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মেহেতা হক জানুসহ নেতৃত্বাধীন সদস্যদের তত্ত্বাবধানে ৭০ জনের বহর নিয়ে সকাল ১১টায় ১টি বাস এবং কয়েকটি প্রাইভেটকার নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

যাত্রাপথের ১ ঘণ্টা ১৫ মিনিটের পুরো সময়টাই ছিল সমিতির শিল্পী ও সদস্যদের মন মাতানো গান কৌতুক, কবিতা আবৃতিসহ মজার হৈ-হুল্লোড় আয়োজন।

গন্তব্যে পৌঁছে একের পর এক সাজানোর ইভেন্টগুলোতেও ছিল সকলের প্রাণকাড়া আনন্দ-উল্লাস।

দুপুর ২টা থেকে খাওয়া দাওয়াসহ সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে আনুষাঙ্গিক অনুষ্ঠান ও খেলাধুলার প্রতিযোগিতা পর্ব। প্রতিযোগিতাসহ আনুসাঙ্গিক অনুষ্ঠান সণ্চালনায় ছিলেন বার্সেলোনা মহিলা সমিতির প্রধান সমন্বয়ক মেহেতা হক জানুসহ মুন্নি পাখী,বিউটি গীরি শীল,জিনাত শফিক, মঞ্জু স্বপন।

এতে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব আলাউদ্দিন হক নেসা, নবীন উল হক, নজরুল ইসলাম, সাঈদ স্বপন, শিবলু রাজসহ সামাজিক, রাজনৈতিক, কমিউনিটি ও সাংবাদিক ব্যক্তিবর্গ।

পরিশেষে মহিলা সমিতির প্রধান সমন্বয়ক বনভোজনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :