‘ইতিহাস স্মিথকে 'চিটার' হিসেবে মনে রাখবে’

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৩৪

সাবেক ইংল্যান্ড পেসার স্টিভ হার্মিসনের পর স্টিভ স্মিথকে নিয়ে ফের তোপ দাগলেন সাবেক ইংল্যান্ড স্পিনার মন্টি পানেসর। অ্যাসেজ সিরিজে স্বপ্নের ফর্মে থাকা স্মিথ কোনও দিন 'গ্রেট'দের তালিকায় জায়গা পাবেন না। ক্রিকেট ইতিহাস তাঁকে বরং চিরকাল মনে রাখবে 'চিটার' হিসেবেই।

কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে এক বছরের নির্বাসন কাটিয়ে বিশ্বকাপের আগেই দলে ফেরেন স্টিভ স্মিথ। বিশ্বকাপে ব্যাট হাতে সেভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও টেস্ট ক্রিকেটে নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। অ্যাসেজ সিরিজে স্মিথ একাই যেন দু দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন। এই প্রসঙ্গে মন্টি পানেসর বলেন, ‘স্মিথ ফিরে এসে দারুণভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা করছে টেস্টে। এরকম পারফর্ম করতেই ও ভালোবাসে। কিন্তু যে দিন ও খেলা ছাড়বে, নামের পাশে প্রচুর রেকর্ড থাকবে হয়তো তবে, ওকে ক্রিকেট প্রেমীরা গ্রেট হিসেবে নেমে নেবে কিনা সন্দেহ। সত্যি বলতে কী, পন্টিং অস্ট্রেলিয়ার জন্য যা করেছে, স্মিথও তাই করছে। কিন্তু পন্টিংয়ের সঙ্গে ওর(স্মিথ) তুলনা করা মানে পন্টিংকে ছোট করা।’

পাশাপাশি পানেসর আরও বলেন, ‘আমরা মারাদোনার গল্প শুনেছি। বিশ্বকাপে হাত দিয়ে গোল করেছিলেন। লোকে চিরকাল মারাদোনাকে মনে রাখবে হ্যান্ড অফ গডের জন্য। স্মিথের ক্ষেত্রেও একই কথা বলব। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওর বল বিতর্কে জড়িয়ে পড়া কোনও দিন মানুষ ভুলবে না। তাই এত ভালো পারফরম্যান্স করার পরেও চিটার হিসেবেই ইতিহাসে থেকে যাবে স্মিথ।’

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :