বন্ড ইস্যু করবে ইসলামী ব্যাংক

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৮

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেড বন্ড ইস্যু করে অর্থ উত্তোলন করবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

থার্ড মুদারাবা রিডিমেবল নন-কনভার্টিবল সাব-অর্ডিটে বন্ড নামের এই বন্ড ইস্যুর মাধ্যমে এক হাজার দুইশ কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি।এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর।এটি ইসলামী শরীয়াহ অনুসারে পরিচালিত হবে।

মূলতঃ ব্যাংকের মূলধন ভিত্তিকে শক্তিশালী করার লক্ষ্যে এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করবে ইসলামী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)অনুমোদন সাপেক্ষে এই বন্ড ইস্যু করা হবে।

ঢাকা টাইমস/ ১২ সেপ্টেম্বর/ আরএ