পুঁজিবাজার উন্নয়নে কাজ করবে বিশ্বব্যাংক

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪২

দেশের পুঁজিবাজার ও বন্ড মার্কেট উন্নয়নে বিশ^ব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, বন্ড মার্কেটের উন্নয়নের জন্য করপোরেট সেক্টরের প্রভিডেন্ড ফান্ডগুলো আনা হবে।

আর বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক জোবিদা খেরাজ অ্যালাওয়া বলেছেন, বন্ড মাকের্ট ও পুঁজিবাজার উন্নয়নের কাজটা সমন্বিতভাবে করা হবে।

আজ বৃহস্পতিবার বিকালে শেরেবাংলা নগরে অর্থমন্ত্রীর দপ্তরে বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালকের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা।

বর্তমানে দেশের অর্থনীতিতে আর্থিক খাতের উপাদান কম উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘উপাদান কম থাকলে অর্থনীতি ছোট হয়ে যায়। অর্থনীতিকে বেগবান করতে হলে আমাদের অনেক টুলস (উপাদান) দরকার, আর এ কাজগুলোই করা হচ্ছে।’

বন্ড মার্কেট প্রকৃতপক্ষেই উন্নয়ন করা হয়নি বলে স্বীকার করেন অর্থমন্ত্রী। এর উন্নয়নে বিভিন্ন ফি কমানো হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘এ মার্কেটে সরকারি-বেসরকারি উভয় সেক্টরই আসবে। বন্ড মার্কেটের উন্নয়ন হলে শেয়ারবাজারেরও উন্নয়ন হবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘বন্ড মার্কেটকে গতিশীল করার জন্য যা যা করা দরকার তাই করা হবে। বন্ড মার্কেট এমনভাবে উন্নয়ন করা হবে যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখানে চলে আসবে।’ সরকার সব সময় পুঁজিবাজারের সঙ্গে রয়েছে বলে জানান মন্ত্রী।

‘পুঁজিবাজারের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সরকারের কাজ হলো পুঁজিবাজারকে সাপোর্ট দেয়া, সেটা আমরা দিয়েছি। আগামীতে ভালো ভালো সরকারি কোম্পানিকে পুঁজিবাজারে আনা হবে।’ বলেন মুস্তফা কামাল।

বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক জোবিদা খেরাজ অ্যালাওয়া বাংলাদেশের অর্থনীতির অগ্রগামিতার প্রশংসা করেন। তিনি বলেন, ‘বাংলাদেশের ডেট টু জিডিপিও ভালো। এটা একটি সরকারের অর্থনৈতিক স্থিতিশীলতাকে নির্দেশ করে। ভালো ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত দরকার।’

জোবিদা খেরাজ বলেন, বিশ্বব্যাংক কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, রেগুরেটরি রিফর্ম এবং পলিসির উন্নয়নে সহায়তা করবে। বন্ড মাকের্ট ও শেয়ারবাজারের উন্নয়নে পুরো কাজটাই সমন্বিতভাবে করা হবে।’

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/জেআর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :