কঙ্গোতে রেল লাইনচ্যুত হয়ে ৫০ জন নিহত

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

আফ্রিকা মহাদেশের কঙ্গোতে রেল লাইনচ্যুত হয়ে ৫০ জন নিহত হয়েছে। উদ্ধারকর্মীরা আশক্সক্ষা করছেন, মৃতের সংখ্যা বেড়ে অন্তত এক’শ অতিক্রম করতে পারে। 

বৃহস্পতিবার দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী স্টিভ এমবিকায়ি এই টুইট বার্তায় দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। 

তিনি সরকারের পক্ষ থেকে নিহত ও আহত সব পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন। 

বিকেল তিনটায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। স্থানীয় উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছে। 

কঙ্গোর অর্থনীতির নাজুক অবস্থার কারণে রেললাইন গুলো ঠিক করা হয় না। এ কারণে অধিকাংশ রেললাইন ভঙ্গুর অবস্থায় রয়েছে। খরচ বেশি হওয়ার কারণে সরকারও রেললাইন ঠিক করতে হিমশিম খাচ্ছে।

তাছাড়া, একই ঘটনায় চলতি বছরের মার্চ মাসে দেশটির কাসায়তে অন্তত ২৪ জন নিহত ও ৩১ জন আহত হয়েছিল।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/আরআর