মাথার ওপর টেলিভিশন পড়ে ভ্যানচালকের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪

যশোরে মাথার ওপর টেলিভিশন পড়ে কুদ্দুস হোসেন নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শহরের লোন অফিস পাড়ায় এ ঘটনা ঘটে।

কুদ্দুস হোসেন শহরের খোলাডাঙ্গা কদমতলার মুক্তির বাড়ির ভাড়াটিয়া।

সহকর্মী আনিসুর রহমান জানান, তারা দুইজনে স্থানীয় মিজানুর রহমানের পাঁচতলায় জমে থাকা ময়লা পরিষ্কার করছিলেন। আনিসুর রহমান ওপর থেকে ময়লা আবর্জনা ফেলছিলেন। আর কুদ্দুস হোসেন নিচ থেকে তুলে তা ভ্যানে রাখছিলেন। এ সময় পাঁচতলা থেকে ভাঙ্গা টেলিভিশন ফেললে কুদ্দুসের মাথার ওপর পড়ে। তিনি চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাশ দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। এরপর বাড়ির মালিক মিজানুর রহমান ও তার স্ত্রী হাসপাতালে এসে কুদ্দুস হোসেন মারা গেছেন শুনে পালিয়ে যান।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :