টাঙ্গাইলে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালুরঘাট দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিরাজকান্দি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার গ্রুপ ও আওয়ামী লীগ সমর্থিত স্থানীয় ইউপি সদস্য নুর আলম মণ্ডল (নহু মেম্বার) গ্রুপের লোকজনের সাথে সিরাজকান্দি বাজারে বালু ঘাটের আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার বলেন, ‘বালুরঘাটে আধিপত্য বিস্তার করার জন্য দেশীয় অস্ত্রসহ নহু মেম্বার, সাইদ ও বাবুর নেতৃত্বে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমাদের আটজন কর্মী আহত হয়েছে। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউপি সদস্য নুর আলম মণ্ডল (নহু মেম্বার) বলেন, ‘ইউপি চেয়ারম্যান মতিন সরকারের ভাই মমিন সরকারসহ কয়েকজন মিলে আমার লোকজনের ওপর হামলা চালায়। এসময় বাধা দিতে গেলে আমার সাতজন কর্মীকে মারধর করে।’

ওসি রাশিদুল ইসলাম বলেন, ‘উপজেলার সিরাজকান্দি বাজারে বালু ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। এতে ১৫ জনের মত আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :