ইজিবাইক চালক হত্যা: জড়িতদের শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৩৮

গোপালগঞ্জে গলাকেটে ইজিবাইক চালক সোহান সিকদার হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে দুর্গাপুর ও নিলখী গ্রামবাসী এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসব কর্মসূচিতে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেন। তারা এ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এর আগে পাঁচ শতাধিক নারী-পুরুষ জেলা শহরে বিক্ষোভ মিছিল করে। পরে তারা নিয়ে প্রেসক্লাবের সামনে এসে জড়ো হন।

গত রবিবার রাতে শাওন ফরাজী গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় এলাকায় কবিগান শুনতে যাওয়ার জন্য সোহান সিকদারের ইজিবাইক ভাড়া করে। পরদিন সোমবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়ন ভূমি অফিসের সামনে থেকে সোহান সিকদারের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে একই উপজেলার করপাড়া এলাকার মধুমতি নদীর বিলরুট ক্যানেলের মধ্যে ফেলে রাখা সোহান সিকদারের ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী শাওন ফরাজীকে আটক করে পুলিশে দেয়। নিহত ইজিবাইক চালক সোহান সিকদার গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নিলখী গ্রামের গোলাম সিকদারের ছেলে। আর আটক শাওন ফরাজী একই ইউনিয়নের গোলাবাড়িয়া গ্রামের আলাল ফরাজীর ছেলে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :