নেত্রকোণায় আ.লীগে বিদ্রোহী, বিএনপির একক প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৩

পঞ্চম ধাপে নেত্রকোণার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ১৬ জন তাদের প্রার্থিতা দাখিল করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগ দলীয় প্রার্থী খায়রুল ইসলাম ছাড়াও দুইজন বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিদ্রোহী প্রার্থীরা হচ্ছেন- আওয়ামী লীগের সহসভাপতি মহিবুজ্জামান খান লিটন, আ’লীগ নেতা হুমায়ুন কবীর লিটন।

বিএনপি দলীয় একক প্রার্থী তৌছিফুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন।

এছাড়া বাকি চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন- সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকাম্মেল হোসেন বাবু, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম।

ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান খান নন্দন, আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমর কৃষ্ণ দেবনাথ, আ’লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম খান হীরা, সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান চন্দন, সাবেক ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান চৌধুরী রেনু, মুখলেছুর রহমান একতেদা ও জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক বিআরডিবির চেয়ারম্যান আবুল হোসেন তালুকদার।

ভাইস-চেয়ারম্যান মহিলা পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কবি আছমা আক্তার সঞ্চিতা, সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, যুব মহিলা লীগের সভাপতি তানিয়া নাজনীন চৌধুরী রেখা, কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী আইরিন সুলতানা।

বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহ চলে।

নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জিন্নাত আরা জানান, উপজেলায় চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস-চেয়ারম্যান পদে ছয়জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তিনি আরো জানান, ১৫ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিন। ২৩ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। ১৪ অক্টোবর নির্বাচনে ১ লাখ ৮ হাজার ৯৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান, সহকারী রিটার্নিং কর্মকর্তা।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :