হাতিরঝিলের পাঁচ বাসের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাস থেকে কালো ধোয়া নিঃসরণের কারণে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিসের পাঁচটি বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার রাজধানীর হাতিরঝিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই মামলা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের ঢাকার মনিটরিং এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানের বিষয়ে তিনি জানান, কালো ধোঁয়া নিঃসরণকারী যানবাহনের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন, ১৯৯৫ এর ধারা ৬(১) ধারা অনুযায়ী স্বাস্থ্যহানিকর বা পরিবেশের জন্য ক্ষতিকর ধোঁয়া বা গ্যাস নিঃসরণকারী যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা দেয়া হয়েছে।

কালো ধোঁয়া নিঃসরণকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/কারই/ইএস