গণবিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নেতাদের অভিষেক

গবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫৬

উৎসবমুখর পরিবেশে শেষ হলো গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গাকসু) নেতাদের শপথগ্রহণ। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পিএইচএ ভবনে সাধারণ শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত ছয়জন ছাত্র নেতাসহ ও ২২ জন বিভাগীয় প্রতিনিধির শপথ বাক্য পাঠ করান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজ্জাম্মেল হক।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একটি দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ছাত্রসমাজের ভূমিকা অনস্বীকার্য। ইতিহাস স্বাক্ষী, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ন্যায্য দাবির আন্দোলনে ছাত্রসমাজের নেতৃত্বে সফলতা এসেছে।’

গাকসুর সভাপতি অধ্যাপক লায়লা পারভীন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য, বেনজীর আহমেদ।

এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

অনুষ্ঠানে আরো ছিলেন-গণবিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গত বছরের ১৫ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত হন গাকসুর সহ-সভাপতি (ভিপি) হিসেবে জুয়েল রানা ও সাধারণ সম্পাদক (জিএস) নজরুল ইসলাম রলিফ নির্বাচিত হন।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু, ক্রীড়া সম্পাদক মাহতাবুর রহমান সবুজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল হাসান শিপন এবং প্রচার ও সমাজসেবা সম্পাদক অর্জুন রাজবংশী।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :