অনুপ্রবেশকারীদের কর্মকাণ্ডের দায় ছাত্রলীগের ওপর পড়ছে: তথ্যমন্ত্রী

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:০৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯, ২৩:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ছাত্রলীগের নেতাদের কর্মকাণ্ডের ওপর দলটির দলীয় প্রধান শেখ হাসিনার বিরক্তের কারণ হিসেবে অনুপ্রবেশকারীদের দায়ী করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘ছাত্রলীগের মধ্যে কিছু অনুপ্রবেশকারী ঢুকেছে, তারা নানা সময় নানা ঘটনা ঘটায়, যেগুলোর দায় ছাত্রলীগের ওপর এসে পড়ে।’

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

ছাত্রলীগের বর্তমান নেতৃত্বের কর্মকাণ্ডে আওয়ামী লীগ সভানেত্রীর বিরক্তি সম্প্রতি দলের এক সভায় প্রকাশ পেয়েছে।

কমিটি ভাঙা প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই ছাত্রলীগের বিষয়গুলো দেখভাল করেন, তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে কমিটি থাকবে কি থাকবে না। তাছাড়া সব সময় যে সমস্ত খবর প্রচারিত হয়, সবগুলো সঠিক নয়।’

এ সময় তথ্যমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, ‘বিএনপি তো রাজনীতিকে ব্রত হিসেবে নেয় না, রাজনীতিটাকে লস এন্ড প্রফিট হিসেবে দেখে। এই কোম্পানির যারা সদস্য, তারা রাজনীতিটাকে ব্রত হিসেবে নেয়নি। বিএনপি বেশিরভাগ নেতা হচ্ছে ভাড়া খাটা রাজনীতিবিদ। তাদের অতীতটা দেখলে দেখতে পাই, তারা অন্য দল করতেন অর্থাৎ ভাড়াখাটা রাজনীতিবিদ।’

বিএনপির আন্দোলনের হুমকির প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘গয়েশ্বর বাবু বলেছেন, মানববন্ধন নয়, দানববন্ধন করতে হবে। এ কথা বলে তিনি অশুভ কিছুর ইঙ্গিত দিচ্ছেন।’

‘কারণ বিএনপি অতীতে দানবীয় রুপ ধারণ করেছে আমরা দেখেছি। ২০১৩ সালে ১৪ সালে ১৫ সালে এমনকি ২০১৮ সালের নির্বাচনের আগেও তাদের কার্যালয়ের সামনে বিএনপিকর্মীদের দানবীয় রূপ দেখেছি।’

দল হিসেবে বিএনপি টিকে থাকুক উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ চায় বিএনপি একটি শক্তিশালী দল হিসেবে দেশে টিকে থাকুক। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য শক্তিশালী বিরোধীদল থাকুক, সেটিই আমরা চাই। বিএনপিকে অন্য কারও ধ্বংস করার প্রয়োজন নাই, বিএনপি নিজেরাই বিভিন্ন সময়ে আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’

এ সময় তিনি ২০১৩ সালে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার সিধান্ত ভুল বলে মন্তব্য করে বলেন, ‘২০১৩ সালে নির্বাচনে অংশগ্রহণ না করে আত্মহননের সিদ্ধান্ত ছিল, ২০১৮ সালে নির্বাচনে গিয়েও গেল না সেটাও আত্মহননের মত সিদ্ধান্ত ছিল সুতরাং বিএনপি নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে।’

(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/এনআই/ইএস)