কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৮
ফাইল ছবি

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুজন নামে ৩২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী যিনি মাদক কারবারি।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত সুজন মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ার আবুল কাশেমের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন জানান, মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় দুই দল মাদক কারবারির মধ্যে বন্দুকযুদ্ধ চলার খবর পেয়ে রাত দুইটার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ দেখামাত্র মাদক কারবারিরা গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খোঁজ নিয়ে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ। সুজনের বিরুদ্ধে মডেল থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৫০ বোতল ফেন্সিডিল ও তিন শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :