বঙ্গবন্ধুকে নিয়ে অমিতাভের তথ্যচিত্র

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০৭

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তার ডাকেই হাতে অস্ত্র তুলে নিয়েছিল দেশের সব শ্রেণির জনতা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে নেমে ছিনিয়ে এনেছিলেন স্বাধীনতা। যার কারণে এ দেশের মানুষ শেখ মুজিবুর রহমানকে ভালোবেসে জাতির জনক ও বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন।

মহান সে ব্যক্তিত্বকে নিয়ে এবার তথ্যচিত্র নির্মাণ করতে চলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা অমিতাভ রেজা। ‘আয়নাবাজি’ খ্যাত এই পরিচালক এর আগেও ত্যথচিত্র বানিয়েছেন। তবে এবারের তথ্যচিত্রটির আবেদন নির্মাতার কাছে একটু অন্যরকম। কারণ একটাই, এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তথ্যচিত্র।

এ প্রসঙ্গে অমিতাভ রেজা বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে একটি তথ্যচিত্রের কাজ করব। চিত্রনাট্যের কাজ এখনো চলছে। আগামী সপ্তাহের মধ্যে অনেক কিছুই চূড়ান্ত হয়ে যাবে। শুটিং শেষ করতে দুই-তিন মাস সময় লাগবে বলে ধারণা করছি।’

তথ্যচিত্রটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে এর ওয়ার্কিং টাইটেল ‘বঙ্গবন্ধু’। তবে এটি সরকারের কোনো কাজ নয় বলে জানিয়েছেন অমিতাভ রেজা। এছাড়া কোন প্রতিষ্ঠান থেকে কাজটি হচ্ছে সেই প্রতিষ্ঠানটির নামও এখন প্রকাশ করতে চান না পরিচালক।

ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :