মিডফিল্ডার খরায় রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৩২

ইনজুরির দরুণ আসন্য ম্যাচগুলোতে মিডফিল্ডারের খরায় ভুগবে রিয়াল মাদ্রিদ। চোটাগ্রস্ত হয়ে ১৫ দিনের জন্য সাইডলাইনে চলে গেল মধ্যমাঠের মাসিহা লুকা মদরিচ। এ কারণে লেভান্তে ও পিএসজির সাথে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে প্ল্যান পরিবর্তন করতে হচ্ছে রিয়াল বস জিনেদিন জিদানের।

দলের ছয়জন মিডফিল্ডারের মধ্যে কেবল টনি ক্রুস সম্পূর্ণ ফিট আছেন। স্প্যানিশ মিডফিল্ডার ইসকো হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। ক্লাবের ওয়েবসাইটে ২৮ আগস্ট এক বিবৃতিতে ইসকোর চোট পাওয়ার তথ্য জানায় রিয়াল। সেরে উঠতে কত দিন লাগবে তা অবশ্য জানানো হয়নি।

শেষ খেলায় অংশগ্রহণের পর মাত্র একটি ট্রেনিং সেশনে যোগ দিয়েছে ব্রাজিলীয়ান ফুটবলার ক্যাসেমিরো। রিয়াল বস এই সেলেসাও মিডফিল্ডারকে রেস্টে রাখতে চান। তিনি জাতীয় দলের হয়ে কলম্বিয়া ও পেরুর সাথে টানা দুটি ম্যাচে খেলেন।

অন্যদিকে উরুগুয়ে জাতীয় দলের হয়ে গুটি কয়েক আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের পর কেবল ইউরোপে ফিরেছেন ভালভার্দে।

লা-লিগার পরবর্তী ম্যাচ দুটোতে ছক আঁটতে জিদানের কপালে ভাঁজ কিছুটা হলেও পড়বে। মিডফিল্ডারদের ইনজুরির মহড়ায় গুরুদায়িত্ব পালন করতে হবে জার্মান ফুটবলার টনি ক্রুসকে।

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :