তাইজুলের অভিষেক, সুযোগ পেয়েছেন আফিফ

প্রকাশ | ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সেই ২০১৪ সালে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল তাইজুলের। আন্তর্জাতিক ক্রিকেটে বাকি ছিল শুধু টি-টোয়েন্টি ফরম্যাট। টেস্ট ও ওয়ানডেতে অভিষেক হওয়ার পাঁচ বছর পর এই ফরম্যাটেও অভিষেক হয়ে গেল বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের।

শুক্রবার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। আজ একাদশে সুযোগ পেয়েছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। ওপেনিংয়ে সৌম্যর সঙ্গে রাখা হয়েছে লিটন দাসকে। বোলিং আক্রমণে দুইজন পেসার রাখা হয়েছে। তারা হলেন মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/এসইউএল)