বঙ্গোপসাগরে ট্রলারডুবি: নিখোঁজ পরিবারে মাতম

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

পিরোজপুরের পাড়েরহাট বন্দরের বঙ্গোপসাগরে একটি ট্রলারডুবির ঘটনায় ছয় জেলে নিখোঁজ রয়েছেন। পরিবারের লোকজন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সেই পরিবারগুলোয় চলছে মাতম।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কুয়াকাটার পূর্ব পাশে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে সৃষ্ট ঝড়ের কবলে পড়ে মাছ শিকারে যাওয়া পাড়েরহাট বন্দরের ট্রলার মালিক ইকবাল হোসেনের এফবি আল সাত্তার নামে ট্রলারটি ডুবে যায়। এসময় ডুবে যাওয়া ট্রলারের ১৯ জন জেলের মধ্যে ১৩ জনকে পাশের অন্য ট্রলারের জেলেরা জীবিত উদ্ধার করতে পারলেও অপর ছয় জেলেকে উদ্ধার করতে পারেনি।

এ ঘটনায় ইন্দুরকানী উপজেলার কালাইয়া গ্রামের বাদশা মল্লিক ওরফে আলমগীর, নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের ফায়েক পশারি, একই এলাকার মনির হাওলাদার, আনোয়ার হোসেন, পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের সঞ্জয়সহ মোট ছয় জেলে নিখোঁজ রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

পাড়েরহাট বন্দর ট্রলার মালিক সমিতি দপ্তর সম্পাদক আবু সাফায়েত জানান, বঙ্গোবসাগরে বৃহস্পতিবার পাড়েরহাট বন্দরের একটি ট্রলার ডুবে ছয় জেলে নিখোঁজ হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে নিখোঁজ জেলে ও ট্রলার উদ্ধারের কোন অগ্রগতি নেই। তবে সাগরে জেলেদের যেকোন দুর্ঘটনায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :