আফিফকে কেন পরে নামানো হলো: প্রধানমন্ত্রী

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৩৬

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ম্যাচে গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ জিতলেও সেই জয় মোটেও সহজ ছিল না। দলীয় ৬০ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর তরুণ দুই ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত ও আফিফ হোসেন জুটি বেঁধে দলকে জয় উপহার দেন। আন্তর্জাতিক ক্রিকেটে মোসাদ্দেকের বেশ অভিজ্ঞতা থাকলেও আফিফের এটি ছিল দ্বিতীয় ম্যাচ।

গতকাল বাংলাদেশ দলের খেলা পুরোটাই দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খেলা চলাকালে এবং খেলা শেষ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে বারবার ফোন করেছেন। খেলা শেষে দলকে এবং আফিফকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। আফিফের খেলা দেখে প্রধানমন্ত্রী বিসিবি সভাপতিকে বলেছেন, একে কেন এত দেরিতে নামানো হলো?

গতকাল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাজমুল হাসান পাপন বলেন, ‘সাকিব ও মুশফিক অল্প সময়ের মধ্যে আউট হবার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ফোন দিয়ে বললেন, এসব কি হচ্ছে? তারপর আফিফের সাহসী ব্যাটিং দেখে বলেন, আফিফকে কেন এত দেরিতে নামানো হলো?’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী খেলার মাঝেই ফোন করছিলেন। বলছিলেন, পাপন এইটা কী হচ্ছে? এ রকম হচ্ছে কেন? উনি তখন চিন্তিত। তারপর যখন আফিফ আসল। আফিফের খেলা দেখে বললেন- ও আগে নামে নাই কেন? একে তো আগে দেখিনি! আমি বললাম, আপা ও তুলনামূলকভাবে একদম নতুন এসেছে। মাত্র ১৯ বছর বয়স। ওর আসলে পাঁচে খেলার কথা ছিল। যাই হোক যেখানে খেলেছে সেট বড় কথা না। ভালো খেলেছে। উনি বললেন- ভালো খেলেছে, ওর খেলা দেখেছি।’

বিসিবি সভাপতি বলেন, খেলা শেষ হওয়ার আগেও প্রধানমন্ত্রী ফোন করে বলেছেন, আমার তো দোয়া করতে করতে গলা শুকিয়ে যাচ্ছে। উনি (প্রধানমন্ত্রী) প্রতিটা বলই দেখেছেন। আফিফ আউট হওয়ার আগে যে চার মারল, এটা দেখে বলেছেন- এই শটটা দারুণ খেলেছে। তাই খেলা শেষ হওয়ার পর ভাবলাম আমি একটু কথা বলিয়ে দেই। অধিনায়ক সাকিবও ছিল। ওদের সঙ্গে কথা বলেছেন। তাদের সঙ্গে কী কথা হয়েছে, আমি জানি না।’

(ঢাকাটাইমস/১৩ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এবার স্টয়েনিস-ওয়ার্নারকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ

প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত

শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের টেস্ট জেতা উচিত: সাকিব

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার যা বললেন সাকিব

অবসর নিয়ে এবার যা জানালেন মেসি

বিশ্বকাপে হেরে আত্মহত্যার কথা ভেবেছিলেন রিচার্লিসন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা

সিলেট টেস্টে ৮ উইকেট নেওয়া বোলারকে চট্টগ্রাম টেস্টে পাচ্ছে না শ্রীলঙ্কা

আইপিএলে হায়দরাবাদ-মুম্বাইয়ের ৫২৩ রানের ম্যাচে রেকর্ডবুকে তোলপাড়

ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

এই বিভাগের সব খবর

শিরোনাম :