রাজশাহী মেডিকেলে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও একজন ডেঙ্গু রোগী মারা গেছেন। তার নাম রওশন আরা। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামে তার বাড়ি। শনিবার সকাল ১০টার দিকে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান রওশন আরা। ১০ সেপ্টেম্বর থেকে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালটির উপ-পরিচালক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর কুষ্টিয়ায় ডেঙ্গু রোগ শনাক্ত হয় রওশন আরার। এরপর ১০ সেপ্টেম্বর তাকে রামেক হাসপাতালে আনা হয়। রাজশাহীতে আসার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার সাধারণ ওয়ার্ড থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা গেলেন।’

সাইফুল ফেরদৌস জানান, রামেক হাসপাতালে এ নিয়ে দুই নারীসহ তিনজন ডেঙ্গু রোগী মারা গেলেন। উত্তরাঞ্চলের সর্ববৃহৎ এই হাসপাতালটিতে শনিবার ১৯ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন। এ বছর সারাদেশে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়ার পর হাসপাতালটিতে এ পর্যন্ত ৬৮৫ জন রোগী ভর্তি হন।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :