নতুন ট্রেনের দাবিতে মানববন্ধন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৫

ফরিদপুরের বোয়ালমারীতে রেলওয়ে স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে উত্তরবঙ্গের পঞ্চগড়গামী একটি নতুন ট্রেন চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে বোয়ালমারী রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন হয়।

এতে বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন- বোয়ালমারী উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন, রেল স্বার্থ রক্ষা কমিটির সভাপতি বদিউজ্জামান টুলু, আব্দুস সামাদ খান প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্বজীবন কৃষ্ণ পাল, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি মলায় কুমার বোস, চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির হোসেন রফি, শিক্ষক নেতা সমরকান্তি খা, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি কাজী হাসান ফিরোজ, ক্রীড়া সংগঠক নিজাম উদ্দিন খান, মানবাধিকার কর্মী মাসুদুর রহমান মাসুদ, সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ার নাম সংবলিত আন্তঃনগর ট্রেনে জরাজীর্ণ বগি সংযোজন বঙ্গবন্ধুকে অবমাননার শামিল। তাই আমরা অচিরেই জরাজীর্ণ বগির স্থলে নতুন বগি সংযোজনের দাবি জানাই।

বক্তারা উত্তরবঙ্গ থেকে সকালে টুঙ্গিপাড়াগামী একটি আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানান। যাতে টুঙ্গিপাড়া ভ্রমণ ইচ্ছুক যাত্রীরা বঙ্গবন্ধুর মাজার জেয়ারত করে দিনান্তেই ফিরে যেতে পারে।

প্রসঙ্গত, মানববন্ধনের কারণে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি দুপুর ১টা থেকে ১.১০ মিনিট পর্যন্তু বোয়ালমারী স্টেশনে অবরুদ্ধ থাকে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :