মানিকগঞ্জে ইজিবাজার-রেজলে চাইনিজকে জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৮

মানিকগঞ্জে চাইনিজ রেস্টুরেন্ট, শপিংমল ও স্বর্ণের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিদপ্তর। এসময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

শনিবার বিকালে জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের নেতৃত্বে শহরের গঙ্গাধরপট্টি এলাকায় রেজলে চাইনিজ রেস্টুরেন্ট, ইজিবাজার শপিং মল ও বেশ কয়েকটি স্বর্ণের দোকানে অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলার সভাপতি সামছুন্নবী তুলীপসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এসময় মেয়াদ উত্তীর্ণ বাসি, পচা খাবার রাখায় রেজলে চাইনিজ রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, আমদানি স্টিকার না থাকায় ইজিবাজার শপিংমলকে ১৫ হাজার ও মূল্য তালিকা না থাকায় রাজলক্ষ্মী স্বর্ণের দোকানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার জানান, এখন থেকে জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজধানীর পাশাপাশি জেলা পর্যায়েও নিয়মিত অভিযান চালাবে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :