যুবককে কুপিয়ে হত্যায় আটজনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৭:২১ | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪০

ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্বশত্রুতার জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে হুমায়ুন কবির নামে এক যুবক নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। শুক্রবার রাতে নিহতের মা রাহেনা খাতুন বাদী হয়ে প্রতিপক্ষের আটজনকে আসামি করে গফরগাঁও থানায় মামলা করেন।

ওই মামলায় আশরাফুল আলম ওরফে আলিম নামে চিকিৎসাধীন এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ধোপাঘাট গ্রামের মৃত আব্দুল মতিন ও পাশের রাওনা গ্রামের মৃত শহর আলী মন্ডলের পরিবারের মধ্যে গত কয়েক বছর আগে মোটরসাইকেল চালানো নিয়ে বিরোধের সূত্রপাত হয়। সে সময় একটি সংঘর্ষের ঘটনায় আব্দুল মতিনের ছেলেরা শহর আলী মণ্ডলের ছেলেদের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় শহর আলী ছেলেরা গ্রেপ্তার হয়ে জেলহাজতে যান। পরে জামিন পেয়ে বিদেশে চলে যান তারা। সম্প্রতি তারা দেশে ফিরে এলে দুই পরিবারের নতুন করে বিরোধ শুরু হয়।

বুধবার বিকালে ফের দুই পরিবারের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও একটি মোটরসাইকেল পোড়ানোর ঘটনা ঘটে। এর জের ধরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধোপাঘাট বাজারে দুই পরিবারের লোকজনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দায়ের কোপে আব্দুল মতিনের ছেলে হুমায়ুন কবির, জজ মিয়া ও শহর আলী মণ্ডলের ছেলে আশরাফুল আলম ওরফে আলিম গুরুতর আহত হন। পরে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হুমায়ুন কবির মারা যান।

এ ঘটনায় শুক্রবার রাতে নিহত হুমায়ুন কবিরের মা রাহেনা খাতুন প্রতিপক্ষ শহর আলী মণ্ডলের ছেলে নয়ন, শরিফুল, আশরাফুল আলম ওরফে আলিম, সাইফুল ইসলাম, মেয়ে ফাতেমা বেগমসহ আটজনকে আসামি করে মামলা করেন।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :