ব্রাজিলে প্রতি ঘণ্টায় চার কিশোরী ধর্ষিত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৫

ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ব্রাজিলে প্রতি ঘণ্টায় চার জন কিশোরী ধর্ষিত হচ্ছে। অধিকাংশের বয়স ১৩ বছরের নিচে। নারীদের ওপর ক্রমাগত এই সহিংসতাকে দেশটির ইতিহাসে সবচেয়ে বাজে সময় বলে বিবেচনা করা হচ্ছে।

মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গত মঙ্গলবার ব্রাজিলের বেসরকারি সংস্থা ব্রাজিলিয়ান ফোরাম অব পাবলিক সিকিউরিটি এক গবেষণা নিবন্ধে এ দাবি করেছে। নারী ও শিশু-কিশোরীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা বেড়েই চলেছে বলেও মন্তব্য করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে এক নারী অপর নারীকে হত্যার ঘটনা গত বছরের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। তবে জাতীয়ভাবে গণহত্যার হার কমেছে ১০.৮ শতাংশ। এসব ঘটনার ৮৮ শতাংশ অপরাধী হয় কোনো নারীর সঙ্গী কিংবা সাবেক সঙ্গী।

দেশটির সরকারি তথ্য-উপাত্ত থেকে তথ্য সংগ্রহ করে নিবন্ধে বলা হয়েছে, দেশটির ২ লাখ ৬৩ হাজারের বেশি নারী নিজেদের সঙ্গী দ্বারা নির্যাতনের শিকার হয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পরেছে। তাছাড়া, দেশটিতে সর্বোচ্চ পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটেছে। যাদেও ৫৪ শতাংশের বয়স ১৩ বছরের কম ছিল।

স্থানীয় দৈনিক গেণ্টাবোকে দেশটির সরকারি উকিল ভ্যালেরিয়া স্ক্যারেন্সে বলেন,‘বর্তমানে ব্রাজিল নারীদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক একটি দেশ। গোটা বিশ্বের নারীদের মধ্যে ব্রাজিলে নারীদের নিজ ঘর সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে।’

২০১৫ সালে এক গবেষণায় দাবি করা হয়, বিশ্বে নারী হত্যার হারের ক্ষেত্রে ব্রাজিলের অবস্থান পঞ্চম। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এর (এইচআরডব্লিউ) দাবি, ব্রাজিলে নারীরা নিজ বাড়িতে সহিংসতার শিকার হচ্ছে কিন্তু এ নির্যাতন বন্ধে যথাযথ কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।

ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/আরআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

দ. আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ৪৫, অলৌকিকভাবে বেচে গেল শিশু

দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর বালিচাপা দিলো ইসরায়েলি সেনারা 

গাজায় যুদ্ধাপরাধে জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আইসিসির প্রতি আহ্বান

কলকাতা বিমানবন্দরে চলল গুলি, নিরাপত্তা কর্মীর মৃত্যু

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়ে হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

মস্কোতে কনসার্টে হামলা: এখনো প্রায় ১০০ জন নিখোঁজ 

বাবা কোটিপতি, ২০ বছর ধরে জানতই না ছেলে!

গাজা যুদ্ধের ১৭৩তম দিন, প্রাণহানি বেড়ে সাড়ে ৩২ হাজার

মস্কোতে সন্ত্রাসী হামলা: ফের মৃত্যুদণ্ড চালুর আহ্বান রুশ আইনপ্রণেতাদের

দশ বছরে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু, বেশিরভাগই সাগরে ডুবে: জাতিসংঘ

এই বিভাগের সব খবর

শিরোনাম :