ইসরায়েলের ধ্বংস ত্বরান্বিত করছেন নেতানিয়াহু: ইরান

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জর্দান নদীর পশ্চিম তীরের কিছু অংশ ইসরাইলে যুক্ত করবেন বলে যে ঘোষণা দিয়েছেন তার ফলে ইহুদিবাদী এই অবৈধ রাষ্ট্রের ধ্বংস ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।

তিনি এক বিবৃতিতে বলেন, আমেরিকা ও ইসরায়েল কথিত শান্তি প্রক্রিয়া ও ডিল অব সেঞ্চুরির নামে ফিলিস্তিনিদের জন্য যে কত বড় অশুভ পরিকল্পনা তৈরি করেছে তা নেতানিয়াহুর এ বক্তব্যে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে।

নেতানিয়াহু সম্প্রতি এক নির্বাচনি জনসভায় ঘোষণা দিয়েছেন, তিনি পুনর্নিবাচিত হলে অধিকৃত পশ্চিম তীরের বিশাল অংশকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করবেন। তিনি বলেছেন, ১৭ সেপ্টেম্বরের নির্বাচনে জয়লাভের পরপরই জর্ডান উপত্যকা এবং ডেড সি বা মৃত সাগরের উত্তরাঞ্চলে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে।

ঢাকা টাইমস/১৫সেপ্টেম্বর/একে