গার্ল গাইড অ্যাসোসিয়েশনের অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:১৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের রাজধানী অঞ্চলের ৩১তম আঞ্চলিক পরিষদের অধিবেশন সম্পন্ন হয়েছে। শনিবার বিকালে রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ। এসময় তিনি বলেন, উন্নত জাতি গঠনে গাইডিংয়ের ভূমিকা রয়েছে। ২০৪০ সালের মধ্যে উন্নত মেধাসম্পন্ন জাতি গঠন করতে হলে গাইডিংয়ের ভূমিকা পালন করতে হবে।

সোহেল আহমেদ গাইডিং বঞ্চিত ৩০ হাজার বিদ্যালয়ে গাইডিং সম্প্রসারণের কথা জানিয়ে আগামী বাজেটে গার্ল গাইডের বরাদ্দ বৃদ্ধির আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও ব্রিটিশ কাউন্সিলের (লিয়েন) গভ: লিড অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এএ/এমআর