নাফ নদে জেলের জালে আড়াই কেজির ইলিশ

কক্সবাজার প্রতিনিধি
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৪

টেকনাফের নাফ নদে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের ইলিশ। প্রজনন মৌসুম নিরাপদ করতে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার পর বড় আকারের ইলিশ পড়ছে জালে। তবে সম্প্রতি আড়াই কেজি ওজনের ইলিশ ধরা পড়ার ঘটনা এই প্রথম।

গত শনিবার ভোরে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ার পর তা দেখতে ভিড় করে উৎসুক জনতা। পরে টেকনাফ বাস ষ্টেশন সংলগ্ন বাজারে তোলা হলে সেটি কিনতে হুমড়ি খেয়ে পড়েন অনেক ক্রেতা। আর মওকা পেয়ে জেলে জাহাঙ্গীর কেজি প্রতি ৩ হাজার নয়শ টাকা হাঁকেন। পরে স্থানীয় এক ক্রেতা সেটি কিনে নেন।

সম্প্রতি সাগরে জেলেদের জালে বিপুল ইলিশ ধরা পড়ছে। কেজি প্রতি বাজারে ছয়শ থেকে হাজার টাকায় বিক্রি হচ্ছে এসব ইলিশ। তবে ওজনে একটু বেশি হলেই দাম বেড়ে যায় পাল্লা দিয়ে।

টেকনাফের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, চলতি বছর এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ ধরা পড়ছে জেলেদের জালে।

তিনি বলেন, ‘নাফ নদে জেলের জালে বড় একটি ইলিশ ধরা পড়ার খবরটি শুনেছি। সাধারণত এত বড় ইলিশের দেখা মেলে না।’

আড়াই কেজি ওজনের ইলিশ ধরা পড়ার খবরটি শুনে সাগরে ইলিশের আকার বেড়েছে বলেই মনে করছেন এই মৎস্য কর্মকর্তা।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :