বর্ডার হাট পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪০

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে নির্মাণাধীন বর্ডার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার এল কৃষ্ণ মূর্তি।

রবিবার দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়ন সীমান্তে শাহ আরেফিন মাজার সংলগ্ন শাহিদাবাদ এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানা স্থানীয়রা। পরে তিনি মতবিনিময়  করেন।

এসময় তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আসিফ ইমতিয়াজ, আরেফিন (র.) মাজার কমিটির সভাপতি জালাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য নিজাম উদ্দিন, বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, মাজার কমিটির সাধারণ সম্পাদক আলম সাব্বির, সুনামগঞ্জ বিজিবির সহকারী পরিচালক মাহবুবুর রহমান, লাউড়েরগড় বিওপির কমান্ডার হাবিবুর রহমান, বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এল কৃষ্ণ মূর্তি বর্ডার হাট দ্রুত নির্মাণের তাগিদ দেন। এসময় তিনি বলেন, এই হাট চালু হলে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়বে। দুই দেশের মধ্যে সেতুবন্ধ তৈরি হবে।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেবি)