ভারতে ‘অতি জরুরি অবস্থা’ চলছে : মমতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৯

ভারতে ‘অতি জরুরি অবস্থা’ চলছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ক্ষমতাসীন মোদি সরকার ভিন্নমতের কণ্ঠরোধ করে সাংবিধানিক পরিকাঠামোর ক্ষতি করছে বলেও তিনি অভিযোগ করেন। ভারতের সংবিধানে দেয়া প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য ভারতবাসীর প্রতি আহ্বান জানান।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী এক টুইটে বলেন,‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আমাদের আবার অঙ্গীকার করতে হবে দেশে সাংবিধানিক মূল্য অটুট রাখার, যার উপরে আমাদের দেশ স্থাপিত। এই ‘অতি জরুরি অবস্থা’র সময়ে আমাদের অবশ্যই সংবিধানের দেওয়া অধিকার ও স্বাধীনতাকে রক্ষা করতে হবে।’

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রের সঙ্গে বিরোধ গেরুয়া শিবিরের। কেন্দ্রের বহু প্রকল্পের বিরোধিতা করেছেন তিনি। নতুন ট্রাফিক আইন ও নাগরিক পঞ্জি এর কোনওটাই রাজ্যে প্রয়োগ করতে দেবেন না বলেও জানান।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/আরআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :