শান্তরা যাচ্ছেন ভারতে, মুমিনুলরা শ্রীলঙ্কায়

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

শক্তিশালী পাইপলাইন গঠনের জন্য ব্যস্ত সময়ের মধ্যেই রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ক্রিকেটাররা এখন ত্রিদেশীয় সিরিজ খেলতে ব্যস্ত। অন্যদিকে, নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ভারতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দল পাঠাচ্ছে বিসিবি। এই দলটি ভারত যাবে আগামী মঙ্গলবার। এই দলে থাকবেন সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বীর মতো সব তরুণ ক্রিকেটাররা।

অন্যদিকে, আগামী বুধবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে তারা দুইটি চারদিনের ম্যাচ ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। জানা গেছে, চারদিনের ম্যাচের সিরিজে নেতৃত্বে থাকবেন মুমিনুল হক। টি-টোয়েন্টি সিরিজের জন্য অন্য কাউকে অধিনায়ক করা হবে।

অবশ্য, দুইটি সফরের জন্য বিসিবি এখনো দল ঘোষণা করেনি। আজ অথবা কাল দল ঘোষণা করা হবে। জাতীয় দল শক্তিশালী করার জন্য পাইপলাইন শক্তিশালী করা জরুরি। সেই কারণে বিসিবি নতুন ক্রিকেটার তুলে আনার দিকে গুরুত্ব দিচ্ছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। সামনে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এসব টুর্নামেন্টে বাংলাদেশ যেন ভালো করতে পারে বিসিবি জোর প্রস্তুতি নিচ্ছে।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/এসইউএল)