আফগানদের চেপে ধরেছে বাংলাদেশ

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫১ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:০২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

শুরুতেই তিন উইকেট নিয়ে আফগানিস্তানকে চাপে ফেলেছে বাংলাদেশ। প্রথম তিন ওভারে তিনটি উইকেট তুলে নিয়েছে টাইগাররা। ইনিংসের প্রথম বলেই আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজের অফ স্ট্যাম্প উড়িয়ে দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেছিলেন সাকিব। ওভারের চতুর্থ বলটি আকাশে তুলে দিয়েছিলেন হযতউল্লাহ জাজাই। বল অনেক উপরে উঠেছিল। কিন্তু বলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন ডিপ মিডউইকেটে দাঁড়িয়ে থাকা লিটন দাস। নিপুণ দক্ষতার সাথে বলটি তালুবন্দি করেন তিনি। ২ বলে ১ রান করেছেন জাজাই।

তৃতীয় ওভারে আবার বোলিংয়ে আসেন সাইফউদ্দিন। ওভারে পঞ্চম বলে ডিপ- মিডউইকেট দিয়ে ছক্কা হাঁকান নাজিব তারাকাই। শেষ বলেও তিনি ছক্কা মারতে গিয়েছিলেন। তবে, শেষ রক্ষা হয়নি তার। সীমানার কাছ থেকে ক্যাচটি নেন সাব্বির রহমান। ১১ বলে ১৩ রান করেন তারাকাই। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে সাকিবের আর্মার ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে মিড অফে সৌম্যর হাতে ক্যাচ হন নাজিবউল্লাহ জাদরান। ৭ বলে ৫ রান করেছেন তিনি।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করছে আফগানিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১৬.৫ ওভারে ৬ উইকেটে ১২১ রান।

আজকের ম্যাচে বাংলাদেশ ও আফগানিস্তান কোনো দলই একাদশে পরিবর্তন আনেনি। দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। এর আগে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। আর জিম্বাবুয়েকে ২৮ রানে হারায় আফগানিস্তান।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/এসইউএল)